600+ Best Love Status in Bangla | Bengali Love Status for Facebook/Whatsapp

Love status in Bangla:- বন্ধুরা, আপনি কি কখনও প্রেম করেছেন যদি হ্যাঁ, তাহলে আপনিও ইন্টারনেটে হিন্দিতে প্রেমের স্ট্যাটাস খুঁজছেন। আজকের পোস্টে আমরা আপনাদের জন্য অনেক ভালোবাসার স্ট্যাটাসের কালেকশন নিয়ে এসেছি। লাইক-  Love Status in Bangla, Love Status in Bangla SMS 2023, Love Status in Bangla For Girlfriend, Love Status in Bangla Husband/Wife, Love Status in Bangla Fb, Love status in Bangla for Facebook/Whatsapp, Love Status in Bangla With Image, Ture Love Status in Bangla, Cute Love Status in Bangla and Romantic Love Status in Bangla etc. আপনি আপনার সামাজিক মিডিয়াতে এই স্ট্যাটাস শেয়ার করতে পারেন। আশা করি আপনার এই পোস্টটি ভালো লাগবে।

Love Status in Bangla

Love Status in Bangla
Love Status in Bangla

প্রেম হল সিগারেটের মতো,

যার আরম্ভ হল অগ্নি দিয়ে,

আর শেষ পরিণতি ছাই দিয়ে।

আমি তোমার থেকে

যতোই দূরে থাকি না কেন

মনটা সারাক্ষণ তোমার 

কাছেই পরে থাকে।

ভালোবাসা মানে ভালো লাগা নয়,

ভালো লাগলেই কাউকে ভালোবেসোনা।

কারণ ভালোলাগা হয় আকর্ষণ থেকে,

আর ভালোবাসা স্বর্গ থেকে।

তোমাকে ভালবাসা খুব সহজ,

তবে তোমার বিনা আমি বাঁচতে পারব না।

রেখে দে – না আমাকে তোর কাছে.,

কেউ চাইলে বলবি আমি শুধু তোর-ই!

চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে

ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে।

সম্পর্কের নাম থাকাটা জরুরী নয়!

সম্পর্কের টান থাকাটা জরুরী।

শুধু আকাশের সুখ তারা,

রাতের আকাশে জোসনা হয়ে দেও আমায় পাহারা।

ভোরের স্নিগ্ধ মাতাল হাওয়া যার

স্পর্শে আমি হয়ে যায় দিশেহারা।

আমি তোমার ভালবাসা

করি সেটি কখনও শেষ হবে না।

প্রত্যেক মানুষের জীবনে

এমন একজন মানুষ থাকে

যার জায়গা অন্যকেও

কখনো নিতে পারেনা।

যদি মনের অনুভুতি ঠিক থাকে

তাহলে সম্পর্কটাও থাকে আজীবন!

মেঘের হাতে একটা চিঠি পাঠিয়ে দিলাম আজ

বন্ধু আছে অনেক দূরে সঙ্গে হাজার কাজ বৃষ্টি,

একটি বার জানিয়ে দিও তাকে বন্ধু

তোমার পাশে আছি হাজার কাজের ফাঁকে।

“সত্যিকারের ভালোবাসা তো

সেটাই, দূরে থাকার সত্ত্বেও

প্রতি মুহূর্তে তার কথাই মনে পড়ে।”

তোকে ভালোবাসি তা বলার

হয়তো হাজারটা উপায় আছে

কিন্তু তোকে কতটা ভালোবাসি

তা বোঝানোর কোন উপায় নেই।

আমি বলি প্রিয়জন সে নয় যে কষ্ট পেলে আসে,

প্রিয়জন সেই যে তোমাকে কষ্ট পেতে দেয় না।

উড়ো মেঘের গায়ে গায়ে,

তোর চিঠি থাক লেখা।

ইচ্ছেমত নেব পড়ে,

থাকব যখন একা।

এই জীবনে সব পেয়েছি

পাইনি কারো মন,

জানিনা যে এই জীবনে কে 

হবে আমার আপন জন। 

মনের মত চাই তারে

চাই তার মন হবে কি তুমি

আমার কাছের একজন।

পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা,

সবই তোমায় দেব, একটাই আশা,

তুমি ভুলে যেয়ো না আমাকে,

আমি ভালোবাসি তোমাকে।

আকাশ ভরা লক্ষ তাঁরা মিটিমিটি হাসে,

ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে!

প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে,

বুদ্ধিমান বোকা হয়ে যায়।

গুণীজন বলেন স্বপ্ন ঐটা নয় যেটা ঘুমানোর পর আসে,

বরং স্বপ্ন সেইটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না।

লাল গোলাপের পাপড়ি দিয়ে

লিখবো তোমার নাম হাজার

পাখির সুর দিয়ে গাইবো তোমার

গান তুমি আমার জান তামি আমার

আশা তোমার জন্য রইল আমার

অনেক ভালোবাসা।

Best Love Status in Bangla 2023

Love Status in Bangla 2023
Love Status in Bangla 2023

রাতের আকাশে অনেক তারা

একলা লাগে তোমাকে ছাড়া

শুধু ভাবি তোমার কথা

কেমন আছো আমাকে ছাড়া?

শান্ত নদীর ঢেউয়ের মাঝে, মনটা শুধু তোমায় খুঁজে।

বসে আছি তাই নদীর তীরে,

কত যে স্বপ্ন তোমায় ঘিরে,

শুধুই আমার হবে সবসময় পাশে রবে।

উড়ো চিঠি তোমার নামে

পাঠিয়ে দিলাম নীল খামে

ইচ্ছে হলে পড়ে দেখো

পাড়লে একটু মনে রেখো।

জোর করে কারো আপন হওয়া যায় না,

হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়।

বাবু তোমায় ভালোবাসি,

যতদূর আমার পক্ষে থেকে যায়,

তোমার ওই বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে,

দেখতে কি আমায়?

ভালোবাসা এমন এক মায়া

যা একবার কারো উপর পড়লে

দিন দিন সেটা বাড়তেই থাকে!

জীবনের সবথেকে দামি জিনিস

পেয়েছি, সেটা হলে তুমি।

স্বপ্নের শুরু তোমাকে দিয়ে,

ভালো লাগার প্রথম মুহূর্ত গুলো তোমাকে নিয়ে।

নিঃশব্দ রাট কাটে তোমার কথা ভেবে,

তাই হয়তো এ মনের সব ভালোবাসা তোমায় ঘিরে।

তুমি ছেড়ে গেলেও আমি ধরে রাখবো,

তুমি অভিমান করলেও আমি ভলোবাসবো!

কারো পছন্দ হওয়াটা খুব সহজ

কিন্তু সারাজীবন তার পছন্দের

হয়ে থাকাটা খুব কঠিন।

লাভ ইজ বেস্ট যদি করো টেস্ট,

লোভে ইজ বেটার যদি দাও লেটার,

লাভ ইজ বিউটিফুল, যদি হয় সাকসেসফুল,

লাভ ইজ নট মিস যদি করো কিস!

চাঁদ তমি যেমন রাতকে ভালোবাসো,

আমিও তেমনি একজনকে ভালবাসি।

তোমার ভালবাসা যেমন কেউ বোঝেনা

তেমনি আমার ভালবাসা ও সে বোঝেনা।

সত্যিকারের ভালোবাসাতে কখনও

চকলেট, গোলাপ কিংবা দামী দামী গিফ্ট

লাগে না লাগে তো একটু বিশ্বাস।

কাওকে আপন করতে বেশি ভয় হয়,

যদি সে ভুল বুঝে দূরে চলে যাই,

কাওকে দূরে রাখতে ভয় হয়,

যদি সে আমায় ভুলে অন্য কারও হয়ে যায়।

কাউকে সারা জীবন কাছে পেতে চাও?

তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে

আগলে রাখো। কারণ প্রেম একদিন

হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।

জীবনে তাকেই নিয়ে বেশি

খুশি থাকতে শিখো

যে তোমাকে পেয়ে আর

অন্য কেউ কে চাই না।

প্রশ্ন যেটিই হোক, উত্তর তুমি।

রাস্তা যেটিই হোক, লক্ষ্য তুমি।

কষ্ট যতই হোক, সুখ তুমি।

তোমার সাথে যতই রাগ করি না

কেন, তবুও আমার ভালোবাসা একমাত্র তুমি।

অধিকারের জায়গাটা যেখানে শূন্য,

অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন!

ভালোবাসা পাওয়ার চাইতে

ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।

Love Status in Bangla Text

Love Status in Bangla Text:-  যখন একজন মানুষ আমাদের জীবনে আসে, সেই ব্যক্তি একজন সাধারণ মানুষ না হয়ে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। আমরা সেই ব্যক্তির কাছাকাছি যাই এবং তার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটি এমন একটি সময় যখন আপনার ভিতরে প্রেমের অনুভূতি জাগতে শুরু করে এবং এই অনুভূতিগুলি উভয় পক্ষ থেকে হয়।

এই সময়ে সেরা বিকল্প হল আপনার অনুভূতি প্রকাশ করা। সামনাসামনি কথা বলে ভালবাসা প্রকাশ করা অনেকের জন্যই খুব কঠিন, বিশেষ করে মেয়েদের জন্য এবং তারা তাদের অনুভূতি প্রকাশ করতে সক্ষম হয় না। তাই হয়তো প্রাচীনকালে তারা চিঠি লিখে ভালোবাসা প্রকাশ করতো। কিন্তু এখন সময় বদলেছে। নতুন প্রযুক্তি এসেছে এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ।

এখন আপনি আপনার ভালবাসা প্রকাশ করার জন্য যে কাউকে প্রেমের বার্তা পাঠাতে পারেন, তাদের জন্য Whatsapp প্রেমের স্ট্যাটাস প্রয়োগ করতে পারেন বা তাদের রোমান্টিক ছবি পাঠাতে পারেন। আপনার কাজ সহজ করার জন্য, আমরা এই পোস্টে হিন্দিতে লাভ স্ট্যাটাসের কিছু সংগ্রহ নিয়ে এসেছি। আপনি ছবির সাথে এই বাংলা প্রেমের স্ট্যাটাস শেয়ার করতে পারেন বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্যবহার করতে পারেন।

Love Status in Bangla Text
Love Status in Bangla Text

আঁধার ঘরের বাতি চাঁদের ওই হাসি,

আমার থেকে তোমায় আমি অনেক ভালোবাসি।

জোসনা রাতের তারা মনের আকাশের চাদ,

আমায় ভালোবাস দিবা নিশি রাত।

মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে

নিতে পারে কিন্তু একটা কষ্ট মেনে নিতে

পারে না। সেটা হলো তার ভালোবাসার

মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে।

কত অচেন মানুষ দেখতে দেখতে

আপন হয়ে যায় আবার কত আপন

মানুষ আস্তে আস্তে অচেনা হয়ে যায়।

মাটির বন্ধু মেঘ, মেঘের বন্ধু বৃষ্টি,

বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি,

এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি।

এই পৃথিবীতে তুমি আমরা থেকে

অনেক ভালো কাউকে খুঁজে পাবে,

কিন্তু আমি তোমার বিকল্প খুঁজে পাবো না

কারণ পৃথিবীতে তুমি শুধু একটাই।

রাগকে “Bye” বলে কিছুক্ষন

পর “oi” লিখে মেসেজ করাটার

নামই হয়তো ভালোবাসা।

মহান কোন উপহার পাওয়া যায় না কোন দোকানে,

পাওয়া যায় না কোন গাছের নিচে,

সেটা পাওয়া শুধু সত্যিকারের ভালবাসার মানুষের মনে।

তুমি ততটাই ফিরে পাবে

যতটা তুমি কাউকে দেবে

সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট!

বিশ্বাস আর ভালোবাসা এমন জিনিস,

যার মর্যাদা সবাই দিতে পারে না।

ভালোবাসা মানে কষ্টের সিঁড়ি বেয়ে উপরে ওঠা,

 ভালোবাসা মানে গভীর সাগরের অচিন স্রোতে ভাসা,

ভালোবাসা মানে তোমাকে নিয়ে মিছে স্বপ্ন দেখা!

মনের সাথে মনের মিল থাকলে

ভালোবাসার কোন বয়স লাগে না।

ভালোবাসা এমন একটি স্বপ্ন যা পূরণ

করতে দুজন মানুষের প্রয়োজন হয়

এবং ভাঙতে শুধু একজন যথেষ্ট।

কেউ কি হবে আমার জোসনা রাতের চাঁদ?

কেউ কি হবে আমার বসন্তের প্রভাত?

কেউ কি হবে আমার রঙিন প্রজাপতি?

কেউ কি হবে আমার চলার পথের সাথী?

আমি তোমাকে খুব ভালোবাসি এখনো

শুধু তোমারই আছি সারাজীবন তোমারই

থাকবো এভাবেই তোমাকে ভালোবাসবো।”

অযথা কাউকে নিজের ভেবোনা কারণ,

কাউকে নিজের ভাবলেই হারানোর ভয় থাকে।

এক কোটি বছর আগে জন্মেছিলো তোমার জন্য ভালোবাসা,

এখনো অপেক্ষা করে আছি, তুমি ভালোবাসবে বলে,

তোমাকে ধরতে আসেনি এসেছি ধরা দিতে।

করো প্রথম ভালোবাসার মানুষ

হওয়ার চেয়ে শেষে ভালোবাসার মানুষ

হতে পারা অনকে ভাগ্যের ব্যাপার

আজ হটাত বৃষ্টি এলো ভিজে গেলো মন,

ভিজে গেলো সপ্নগুলো, ভিজলো চোখের কোন ।

বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশ, সৃতি কাড়ে মন,

হোক না বৃষ্টি অন্তরেতে হোক না সারাক্ষন ।

তোমাকে আমি বেসেছি ভালো

এখন ও আছো মনের ঘরে

তুমি রাখতে চাই তোমাকে আমি

তাইতো আর রাখিনি কাউকে ওখানে।

Love Status in Bangla Fb | Love status in Bangla for Facebook

Love Status in Bangla Fb
Love Status in Bangla Fb

দূর থেকেও ভালোবাসা যায়!

যদি ভালোবাসাটা মন থেকে হয়।

বিধি তো সব জানো, জানো মনের কথা,

আজওতো পেলাম না আমার বাম পাঁজরের দেখা।

যে আমায় ভালোবাসে পাশে থাকবে সারাটিক্ষণ।

যে আমায় ভালোবাসবে।

কাউকে ভালোবাসলে এতটাই

ভালোবাসো, যাতে তার জীবনে অন্য

কারোর ভালোবাসা প্রয়োজন না পড়ে!

একটা ভালো সম্পর্ক তখনই হয়

যখন কেউ তোমার অতীত মেনে

নিয়ে তোমার বর্তমানকে ভালোবাসে।

কাউকে আপন করতে ভয় হয়,

যদি সে ভুল বুঝে দূরে চলে যায়,

কাউকে দূরে সরাতে আর ও ভয় হয়,

যদি সে দূরে গিয়ে অন্য কারো হয়ে যায়।

মন যার সাথে থাকতে চায় ভাগ্য

তার থেকে অনেক দূরে সরিয়ে দেয়।

তোকে MISS করাটা আমার অভ্যাস

তোকে CARE করাটা আমার কাজ

তোকে Happy রাখাটা দায়িত্ব আর তোকে 

খুব খুব ভালোবাসাটা আমার অধিকার।

আমার চাওয়া গুলো ছিল অনেক ছোট,

চাইলেই পারতে দিতে তোমার ওই মিষ্টি কথা,

জীবনটাও পারতে নিতে। অনেক বেশি বাসতাম ভালো,

সব কোথায় করতাম বিশ্বাস,

বিনিময়ে দিলে তুমি এক বুক অবিশ্বাস।

তুমি যদি ভালো থাকো অন্যের

ভালোবাসায় আমি তবে থাকবো

ভালো তোমার ভালো থাকায়।

তোর থেকে ভালো কাউকে

চাইনা, “শুধু তোকেই চাই”।

মায়া ভরা ও দুটি চোখে ভালোবাসার কাব্য

লিখে যাই আমি সারা রাত জেগে।

কি সুন্দর তোমার মুখের হাসি,

তাই আমি তাকে আমার চেয়ে বেশি ভালোবাসি।

কাউকে একবার সত্যিকারের মন

থেকে ভালোবাসলে তাকে ছাড়া

অন্য কাউকে আর মনে ধরে না।

ভালোবাসা মুখে বলিস,

ভালোবাসা জানিস না,

অন্য মেয়ের সাথে তবে,

করলি কেন আনাগোনা!

জীবনের সবচেয়ে বড় ভুল হলো,

নিজের ভালো থাকার দায়িত্বটা

অন্যের হাতে তুলে দেয়া!

ভুল বুঝে দূরে চলে যাওয়া

ভালোবাসা নয় বরং

ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে

থাকার নামই ভালোবাসা।

ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস,

তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস,

জান আমার জান,তুমি আমার প্রাণের মাঝে প্রাণ।

যদি ভালোবাসাটা সত্যিকারের হয়

তবে দূরত্ব বেড়ে গেলে ভালোবাসা

কমে না উল্টো বেড়ে যায়।

প্রেম মানে হৃদয়ের টান

প্রেম মানে একটু অভিমান।

প্রেম করেছো তুমি আর মনে দিয়েছি আমি,

তবে কেন এতো অভিমান,

তুমি বিনা বাঁচে না আমার এই প্রাণ,

লাভ ইউ জান।

ভালো সবাইকে বাসা

যায় না আর যাকে

ভালোবাসা যায় তাকে

ভুলে থাকা যায় না।

You May Also Like❣️

Best Alone Status in Bengali

Best Friendship Status in Bengali

Best Sad Status in Bengali

Best Life Status in Bengali

Love Status in Bangla With Image

Love Status in Bangla With Image:- বন্ধুরা, প্রত্যেকেই কারো না কারো প্রেমে পড়ে, সে গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড বা যে কেউই হোক না কেন, এমন পরিস্থিতিতে আপনি অবশ্যই প্রেমের স্ট্যাটাসের প্রয়োজনীয়তা পড়ছেন যা আপনি এই পোস্টে পেতে চলেছেন। বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা লাভ স্ট্যাটাস,

আপনিও যদি কাউকে ভালোবাসেন এবং আপনিও তার জন্য Whatsapp, Facebook, Instagram-এ প্রেমের স্ট্যাটাস পাঠাতে চান বা প্রতিদিন তাকে প্রেমের স্ট্যাটাস পাঠাতে চান, তাহলে আজই আমরা আপনার জন্য একটি মহান প্রেমের স্ট্যাটাস পোস্ট করেছি. আপনি খুব পছন্দ করতে যাচ্ছেন কি নিয়ে এসেছেন. এবং আশা করি আপনি যাকে পাঠাবেন তারও খুব ভালো লাগবে।

Love Status in Bangla With Image
Love Status in Bangla With Image

অল্প কথায় যে অনুভূতি বোঝেনা

তাকে রচনা লিখে দিলেও

কোনো লাভ হবে না

অভিমান রাগ একমাত্র তার উপরেই করা যায়,

যাকে সবচেয়ে বেশী ভালোবাসা যায় ।

হ্যাঁ! আমি ভালোবাসতে জানি না

কিন্তু যতটুকু ভালোবাসিছি

শুধু তোমাকেই ভালোবেসেছি।

তোমায় ভালোবাসা ছিল আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ট কাজ,

আর প্রথমটি ছিল তোমায় খুঁজে বের করা,

ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো,

আজ বললাম এবং সারা জীবন বলবো।

প্রিয়

সৌন্দর্যের মাঝে ভালোবাসা না খুঁজে..!

ভালবাসার মাঝে সৌন্দর্য খোঁজো

তাহলেই জীবন সুন্দর

সম্পর্কের জন্য অর্থ নয়

একটুকু বিশ্বাসের প্রয়োজন!

ভালোবাসার জন্য রূপ নয়

একটা সুন্দর মনের প্রয়োজন।

ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,

ভালোবাসা তো যায়না হীরা মুক্ত দিয়ে গড়া।

দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,

তাকেই তো ভালোবাসা কয়।

কখনও অভিমান কোরো না,

কারণ আমি অভিমানী কে মানাতে জানি না।

কাউকে আবেগের ভালোবাসা দিও না,

মনের ভালোবাসা দিও কারন আবেগের

ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে

আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে।

বৃষ্টি পরে আকাশ জুড়ে, মন যে কাঁদে তোমার তোরে,

বন্ধু তুমি অনেক দূরে, তোমার লাগি পড়ান যে পুড়ে,

এস তুমি আমার তোরে, বাসবো ভালো জীবন ভোরে।

জীবনের যুদ্ধ… ঘৃণার মাধ্যমে নয়,

ভালোবাসা দিয়ে জিততে হয়।

ভালোবাসার মানুষ জীবনে

আসার চেয়ে, ভালো রাখার মানুষ

জীবনে আসাটা খুব জরুরী

অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো,

যতদিন বেঁছে থাকি তোমায় মনে রাখবো,

যত কষ্ট হোক সব মেনে নেবো,

তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।

ভালোবাসা কি? তা আমি জানতাম না।

হঠাৎ একদিন তোমাকে দেখলাম, আর হারিয়ে গেলাম।

নিজেকে সবথেকে সুন্দর তখন লাগে,

যখন তুমি আমার সঙ্গে থাকো

একটু একটু প্রেম আর একটু একটু সুখ,

এই ভালোবাসা পেয়ে ভোরে যাক আমার বুক।

অনেক সাধনার পর পেয়েছি তোমায়,

তাই তোমাকে আর হারাতে চাইনা কোনো অবেলায়।

প্রেম/ভালবাসা হল আপেক্ষিক বিষয় কারও জন্য

তা স্বর্গ সুখ বয়ে আনে, আবার কাউকে দুখের সাগরে ভাসিয়ে দেয়।

ভুলটা আমার ছিল,

কারণ স্বপ্নটা যে আমি

একাই দেখে ছিলাম।

ঝরে যাওয়ার ভয়ে কি ফুল ফুটবেনা?

ছিড়ে যাওয়ার ভয়ে কি মালা গাঁথবেনা?

ভেঙে যাওয়ার ভয়ে কি স্বপ্ন দেখবেনা ?

কষ্ট পাওয়ার ভয়ে কি ভালোবাসবেনা?

কখনও কখনও মন কিছু বিষয় অনুভব

করতে পারে যা চোখ দেখতে পায় না।

কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়।

তার চেয়ে বহুগুণ বেশি

কষ্ট হয় কেউ বদলে গেলে

ভালোবাসা মানে হাজারো কবিতার চরণ গুলি,

ভালোবাসা মানে শিল্পীর আঁকা রঙগুলি,

ভালোবাসা মানে সুদূর আকাশের তারাগুলি,

ভালোবাসা মানে আমাবস্যা রাতে জোসনা পাওয়া,

ভালোবাসা মানে অন্ধ বিশ্বাসে তোমার কাছে যাওয়া,

ভালোবাসা মানে অভিমানী হয়ে বসে থাকা।

মানুষ ততক্ষন পরিপূর্ণ হয় না,

যতক্ষণ না তার বিয়ে হয়,…

তার পর সে শেষ হয়ে যায়।

তোমার সাথে যতই অভিমান

করি না কেন বিশ্বাস করো তোমাকে

ছাড়া ভালো থাকতে পারি না

অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,

অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,

বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই ।

ভালো লাগে, যখন আমি কিছু না বললেও,

আমাকে দেখে তুমি ছোট্ট হাসি দাও।

Bye বলার পরেও মোবাইলের

দিকে তাকিয়ে Reply পাওয়ার

আশা করাটাই হয়তো ভালোবাসা।

যদি তুমি কাউকে ভালোবাসো,

সে যদি তোমাকে ভালো না বাসে,

তাহলে তুমি বিদ্যুত কে ভালোবাস,

দেখবে বিদ্যুৎ তোমাকে

এমন ভাবে ভালোবেসে জড়িয়ে

ধরবে যে কেউ ছাড়াতে পারবে না,

বিশ্বাস না হলে চেষ্টা করে দেখো।

Love Status in Bangla Husband/Wife

Love Status in Bangla Husband/Wife
Love Status in Bangla Husband/Wife

তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো,

যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন,

নদী যেমন দেয় মোহনা, তোমার ই আমি তোমার উপমা

তোমার থেকে আমার বেশি

কিছু চাওয়ার নেই শুধু আমাকে

একটু ভালোবাসা আর সময় দিও

আমি এতেই খুশি।

অনেক পার্থনা করে পেয়েছি তোমায়,

অনেক যত্ন করে রেখেছি তোমায়,

তোমাকে ভুলার কথা ভাবতেই পারি না,

কারন ভাগ্যের রেখা থেকে ছিনিয়ে এনেছি তোমায়।

তাের ভােরের অপেক্ষায়,

আমার রাত কেটে যায়।

তোর অচেনা তাকানো,

আমার ঘুম কেড়ে নেয়

জীবনে কাউকে পাওয়াটা বড়ো

কথা নয় বরং যাকে পেয়েছেন

তাকে জীবনের শেষ পর্যন্ত

ধরে রাখাটাই বড়ো কথা।

স্বপ্নের শুরু তোমাকে দিয়ে,

ভালোলাগার প্রথম মুহূর্ত গুলো তোমাকে নিয়ে,

নিঃশব্দ রাত কাটে তোমার কথা ভেবে,

তাই হয়তো এ মনের সব ভালোবাসা তোমায় ঘিরে।

জীবন এক বিরক্তিকর অধ্যায়।

তবুও পরবর্তী পরিচ্ছেদে

তুমি আছ ভেবে পাতা উল্টাই।

আমি তোমাকে হারাবো জেনেও

চেয়েছি আমি তোমাকে না পেয়েও

পেয়েছি কারণ আমি তোমাকে

পাবোনা জেনেও ভালোবেসেছি।

অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি,

সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,

অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লিখা,

অপুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষায় থাকা ।

জীবন এক বিরক্তিকর অধ্যায়।

তবুও পরবর্তী পরিচ্ছেদে

তুমি আছ ভেবে পাতা উল্টাই।

মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,

বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।

থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে।

যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,

আমি যে ভালবাসি শুধুই তোমাকে।

তোমার থেকে আমার বেশি কিছু

চাওয়ার নেই, শুধু আমাকে একটু

ভালোবাসা আর সময় দিও

আমি এতেই খুশি।

মেঘের হাতে আঁকতে চাইতে পাঠিয়ে দিলাম আজ,

বন্ধু আছে অনেক দূরে হাতে অনেক কাজ,

বৃষ্টি তুমি একটিবার জানিয়ে দিও তাকে,

বন্ধু তোমার পাশে আছে হাজার কাজের ফাঁকে!

মানুষ তার সাথেই রাগ-অভিমান করে

যাকে সে মনে থেকে ভালোবাসে

ভালোলাগে চোখে চোখ রাখতে,

ভালো লাগে তোর সাথে পথ চলতে,

ভালো লাগে তোর সাথে স্বপ্নের জাল বুনতে,

আর এই মন চাই তোকে ভালোবাসতে।

You May Also Like❣️

Best Status in Bengali

Best Attitude Status in Bengali

Best Whatsapp Status in Bengali

Romantic Love Status in Bangla

 Romantic Love Status in Bangla:- প্রত্যেকেই তাদের জীবনে কাউকে না কাউকে ভালোবাসে, কিন্তু যখন কেউ কাউকে সত্যিকারের প্রেমে পড়ে তখন এই পৃথিবী মিথ্যা মনে হয়। ভালবাসা একটি সুন্দর অনুভূতির নাম,

এমন একটি সুখী অভিজ্ঞতা যে সত্যিকারের ভালবাসা শুধুমাত্র একবার এবং শুধুমাত্র একজন ব্যক্তির সাথে ঘটে। আপনিও যদি সত্যিই কাউকে ভালোবাসেন এবং ভালোবাসা প্রকাশ করতে ভয় পান, তাহলে বাংলায় এই লাভ স্ট্যাটাসটি আপনার জন্য।

Romantic Love Status in Bangla
Romantic Love Status in Bangla

তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো,

যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন,

নদী যেমন দেয় মোহনা, তোমার ই আমি তোমার উপমা,

শুধু ভালোবাসলেই হয় না প্রিয়,

ভবিষ্যতে তাকে স্বীকৃতি

দেওয়ার ক্ষমতাও রাখতে হয়।

ভুলিনি তো আমি তোমার মুখে হাসি,

আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি।

আসো আবারো কাছে হাতটা ধরে পাশে,

তোমায় নিয়ে যাবো আমার পৃথিবীতে।

যে ভালোবাসা পেলো না,

 যে কাউকে ভালোবাসতে পারলো না

সংসারে তার মতো হতভাগা কেউ নেই।

আমি তোমার কাছে বড়ো

বড়ো উপহার চাইনা তুমি

শুধুমাত্র আমার হয়ে যাও

আমি শুধু তোমাকে চাই।

কিছু স্মৃতি যা ভোলা যাই না,

কিছু কবিতা যা বলা যায় না,

কিছু অশ্রূ যা মুছা যায় না,

তোমাকে ভুলে থাকা যাই না।

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ

কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

পুরো দুনিয়ার জন্য তুমি

শুধু একজন মানুষ,

কিন্তু আমার কাছে তুমিই

আমার পুরো দুনিয়া।

ভালোবাসা এসো ঘুমিয়ে পড় হে

আমার নিকটে এসে

আমি জানি আমি তোমার প্রেমের জোয়ারে

গিয়েছি ভেসে

বারবার একই ব্যাক্তির প্রেমে

পড়া সার্থক প্রেমের নিদর্শন

তুমি আমার জীবনের এমন

জায়গায় আছো যে হাজার

কষ্ট দিলেও আমি তোমাকে

কোনদিন ও ভুলতে পারবো না।

ঝিরি ঝিরি এই বৃষ্টিতে চলো না তুমি

আর আমি হারিয়ে যাই একসাথে,

কোনো এক স্বপ্নলোকে,

শুধু ভালোবাসি তোমাকে,

কাটিয়ে দিতে চাই সারাটি জীবন।

প্রেম তুমি বরই কঠিন,

প্রেমে না পরলে বুঝা যায় না।

প্রেম তুমি বরই কঠিন,

প্রেমে না পরলে জীবনকে

অনুভব করা যায় না।

প্রকৃত ভালোবাসা তো সেটাই 

যাদের রাগ করতেও যেমন দেরি হয় না 

আবার রাগ ভাঙতেও দেরি হয় না।

ভালোবেসে অনেকেই ভালোবাসা পায় না,

ভালোবাসি বললেই ভালোবাসা যায় না,

ভালোবেসে ভালোবাসা কয় জনে পায় ?

তবুও তো সকলেই ভালোবাসা চায়।

জীবনে কেউ একজন আসুক

ভুল করলে শাসন করুক! 

ভালোবেসে জরিয়ে রাখুক!

মন খারাপে সঙ্গ দিক

কষ্টের ভাগ নিক

মিষ্টি প্রেম তো সেগুলোই

যেখানে ভালোবাসার মানুষ

এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়।

Cute Love Status in Bangla

Cute Love Status in Bangla
Cute Love Status in Bangla

তোমার জন্য সইবো আমি কষ্ট সারি সারি,

চাইলেই আমি মুঠোয় ভরে জীবন দিতে পারি,

তোমাকেই করি যে তাই এতো দেখা দেখি,

তোমাকেই ভালোবাসি ও আমার সোনা পাখি।

Love Status in Bangla

যেখানে অভিমানের খাতা-ই শূন্য রেখেছি,

সেখানে অভিমান করবো কার উপর!

থাকুক কিছু অভিমান আর অভিযোগ কেবল

নিজে জন্য

সব ছেলেরাই এমন একটা মেয়েকে

জীবনসঙ্গী হিসেবে খোঁজে যে

তাকে মনে করিয়ে দেবে

সব মেয়েরা একরকম হয় না।

স্বপ্ন আমার নীল আকাশে উড়ে,

আজ গান বেধেছি তোমার দেয়ায় সূরে ,

জানি আমি, তুমি এখন অনেক খানি দূরে,

তবুও তুমি আছো আমার হৃদয় জুড়ে।

জীবনে এমন একজন খুব জরুরী…

যে তোমায় বুঝবে, বুঝাবে, 

কিন্তু কখনো ছেড়ে যাবে না

কাউকে ভালোবাসলে এতটাই 

ভালোবাসো যাতে তার জীবনে

 অন্য কারোর ভালোবাসা 

প্রয়োজন না পড়ে।

মানুষের জীবনে চাওয়ার শেষ নাই, স্বপ্নের সমাপ্তি নেই,

আকুলতার অন্তি নেই, আমার চাওয়া তুমি,

স্বপ্ন তুমি, সব কিছু শুধু তোমার মাঝে,

আমার জীবন শুধু তোমাকে ঘিরে।

Love Status in Bangla

কাঠগোলাপের সাদার মায়ায়,

তোমাকে জানাই শুভ্র ভোরের ভালোবাসা।

শুভ সকাল আমার কাঠগোলাপ.

তোমার রাগের মাঝেও ভালোবাসা পাই।

তাই তো তোমায় এতো রাগাই

তুমি আমার অন্ধকারের আলো

মিষ্টি জুরা কানের দুলে

রোদ মাখানো সকাল জমে

তুমি আমায় বাস ভালো!

ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে

ভাবনা তোর আসছে দিন-রাত ধরে।

সব মেয়েরাই এমন একটা ছেলেকে

জীবনসঙ্গী হিসেবে খোঁজে

যে তাকে মনে করিয়ে দেবে

সব ছেলেরা একরকম হয় না।

আমার বড় শত্রূ কে জানো?

আমার বড় শত্রূ হলো আমার হৃদয়,

এটা আমার স্পন্দিত হয় শুধু তোমার জন্য।

Love Status in Bangla

 হতে পারে কোন রাস্তায়, 

কোন হুট তলা এক রিশকায়

আমি নিল ছাতা নিয়ে দাঁরিয়ে

ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ!

যতক্ষণ না কোনো স্পেশাল

একজন মানুষ আপনার জীবনে

এসে এটার মানে বুঝিয়ে দেয়।

Related Posts😍👇

Best Sad Status in Bengali

Best Attitude Status in Bengali

Ture Love Status in Bangla

Ture Love Status in Bangla:- ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি। কারো সাথে প্রকাশ না করলে, আচ্ছাদন দিয়ে সুন্দর জিনিসের মতো হবে। যখন কেউ আপনার অনুভূতি সম্পর্কে জানতে পারে তখন এটি একটি দুর্দান্ত অনুভূতি। তাই আপনার ভালবাসা প্রকাশ করার জন্য অপেক্ষা করবেন না। প্রেমের উক্তি বাংলা আপনার ভালবাসা প্রকাশ করার সেরা উপায়। আমরা এখানে প্রেমীদের জন্য স্ট্যাটাস নিয়ে এসেছি যা আপনাকে আপনার ভালবাসা প্রকাশ করতে সহায়তা করবে।

আজকাল প্রেম শব্দটি অনেক এবং প্রায়শই ভুল উপায়ে ব্যবহৃত হয়। শুধু এই তিনটি শব্দ বলাই গুরুত্বপূর্ণ নয়, আপনার মধ্যে ভালোবাসার অনুভূতি থাকাটাও গুরুত্বপূর্ণ। কখনও কখনও আমরা ভালবাসা প্রকাশ করতে ভুলে যাই, আমরা ভুলে যাই এটি কতটা গুরুত্বপূর্ণ। আসলে প্রেমই সম্পর্ক টিকে থাকার একমাত্র কারণ। ভালবাসা এমন একটি অনুভূতি যা আপনার ভিতরে একটি ইতিবাচক শক্তি নিয়ে আসে। এটির সাহায্যে আপনি যত দূরেই থাকুন না কেন মানুষের সাথে সংযোগ করতে পারেন। এটি হৃদয়ের মধ্যে সেতুর মতো কাজ করে এবং হৃদয়কে একত্রে রাখে।

Ture Love Status in Bangla
Ture Love Status in Bangla

ভালোবাসি তোমায় আমি বুঝাবো কি করে,

শুধু জানি তোমায় ছাড়া যাবো আমি মরে।

গাছের পরান মাটি আর আমার পরান তুমি,

তোমার জন্য পৃথিবীতে জন্ম নিলাম আমি।

ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়

বুঝিনি সে মায়া কবু আমার তরে রয়

প্রেম হলো সরল অংকের মতো।সরল অংকে যেমন

যোগ বিয়োগ গুন ভাগ ও বন্দনী থাকে।

তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান,

বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না

পাওয়ার সিমাহীন বেদনা।

Love Status in Bangla

আমি গোধূলির টানে দিগন্তের অনেক কাছে।

আমি আরো একটু রঙিন তুমি রয়েছো যে আমার পাশে।

তবু কেমন জানি শুন্যতা এই গোধূলি লগনে।

রঙিলা বড়ই তুই রঙিলা রে

তোর রুপের আগুনে হৃদয় পোড়ে

কারো ভালবাসা পাওয়ার জন্য

নিজের জীবন কে নস্ট কর না ,

আগে নিজের জীবন কে ভালবাস,

নিজের জীবন কে প্রতিষ্ঠা কর,

দেখবে একদিন হাজারো

মানুষ তোমাকে ভালবাসবে

Love Status in Bangla

তোমায় ভেবে হয় যে আমার প্রতিটি দিনের সূচনা

তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের জসনা ।

ভালোবাসার সাগর তুমি আমি অবুঝ মোহনা

তুমি ছাড়া মনের কথা কেউ তো আর বুঝে না ।

আমি চোখ বুঝেই স্বপ্ন দেখেছি

সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি

এক ফোঁটা শিশিরের কারনেও

বন্যা হতে পারে,

যদি বাসাটা পিঁপড়ার হয়।

তেমনি এক চিমটি ভালবাসা

দিয়ে ও সুখ পাওয়া যায়

যদি সেই ভালবাসা খাঁটি হয়!

Love Status in Bangla

ভালোবাসি তোমায় আমি ভালোবেসে যাবো,

মনের মধ্যে একটা আশা তোমায় আমি পাবো।

তুমি আকাশের বুকে বিশালতার উপমা

তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা

কাউকে আবেগের ভালােবাসা দিওনা,

মনের ভালােবাসা দিও।

কারন আবেগের ভালােবাসা

একদিন বিবেকের কাছে

হেরে যাবে, আর মনের

ভালােবাসা চিরদিন থেকে যাবে।

Love Status in Bangla

হৃদয় খুলে সপে দিলাম তোর ই চরণে

ইচ্ছা হলে আগলে রাখিস হৃদয় গহীনে,

অনিচ্ছাতে ছুড়ে ফেলিস তোর বাগানে।

সুন্দর বলতে কিছু হয়না..

তুমি যাকে যতো ভালোবাসবে!

তাকে ততো সুন্দর মনে হবে

তুমি তার জন্য হাসো, যে তোমার জন্য কাঁদে,

তুমি তার জন্য হারো, যে তোমার জন্য জেতে,

আজীবন তুমি তাকেই ভালোবেসো,

যে তোমাকে তোমার থেকেও বেশি ভালবাসে

Love Status in Bangla SMS

Love Status in Bangla SMS
Love Status in Bangla SMS

কিছু রাত স্বপ্নের,কিছু স্মৃতি কষ্টের,

কিছু সময় আবেগের, কিছু কথা হৃদয়ের,

কিছু মানুষ মনের, কিছু ভালোবাসা চিরদিনের।

ভালবাসা মানে আবেগ

দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের

অভ্যন্তরীণ একটা অনুভুতি,

যা কেবল-শুধু মাত্র ভালবাসার

মানুষের সামনে ভাষায়

অথবা আচরণে প্রকাশ হয়।

আমি যদি পারি তোমার জন্য কাঁদতে,

তুমি কি পারবে আমার জন হাসতে।?

আমি যদি আমার আপন মানুষদের ছেড়ে আসতে পারি,

তুমি কি পারবে আমাকে আপন করে নিয়ে ভালোবাসতে?

তার প্রতি আলাদা একটা টান রয়েছে,

যেটা সবার প্রতি আসেনা

সোনার গাছে রূপার কথা,

ভূলিওনা আমার কথা।

টাকা পয়সা থাকবে কদিন?

ভালবাসা থাকবে চিরদিন।

হয়তো তোমায় ভালোবেসে করেছিলাম ভুল,

তাইতো এখন দিচ্ছি সেই ভুলেরই মাশুল।

ফুল ভেবে তোমারি শুধু করেছিলাম সাধনা।

তাই বোধহয় সৈতে হচ্চে কাটার যন্ত্রনা।

হতাশ হওয়ার কিছু নেই,যেটা তোমার

তকদিরে লেখা সেটা দেরীতে হলেও

তুমি পাবে

মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে,

তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না।

পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন

শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়।

Love Status in Bangla

নদী খোঁজে সাগর, আকাশ খোঁজে চাঁদ

অন্তর খোঁজে ভালোবাসা, বাড়িয়ে দুটি হাত

কষ্ট খোঁজে দুক্ষ,সুখ খোঁজে হাসি-

আর আমার মন বলে সারাক্ষন তোমায় ভালোবাসি ।

সুখী হতে অনেক কিছুর দরকার নেই,

দরকার এমন কিছু মানুষের যারা

সত্যিই আপনাকে বোঝে.

সোনায় যেমন একটু পানি

মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না,

সেইরকম ভালবাসার সঙ্গে

একটু ভক্তি ও শ্রদ্ধা না মিশালে

সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না।

তোমার জন্য রইলো আমার স্বপ্নে ভেজা ঘুম।

একলা থাকা শান্ত দুপুর, রাত্রি নিঝুম,

তোমার জন্য রইলো আমার দুষ্ট চোখের ভাষা।

মনের মাঝের লিখে রাখা অনেক ভালোবাসা।

তোমাকে চিনতামই না অতঃপর এমন আপন হইলা.!

তোমাকে ছাড়া কাউকে চিনি না!

প্রথম দেখায় কখনো

ভালোবাসা হয় না,

যা হয় তা হল ভালো লাগা ।

আর সেই ভালো লাগা নিয়ে

ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার।

Love Quotes in Bengali

Love Quotes in Bengali
Love Quotes in Bengali

ভালবাসা মানে আবেগ দ্বারা

নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,

যা কেবল শুধু মাত্র ভালবাসার মানুষের

সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।

Love Quotes in Bengali 

ঝড়ের পরে সবসময় আমার 

রংধনু হওয়ার জন্য তোমাকে 

ধন্যবাদ।

প্রেম তুমি বরই কঠিন,

প্রেমে না পরলে বুঝা যায় না।

প্রেম তুমি বরই কঠিন,

প্রেমে না পরলে জীবনকে

অনুভব করা যায় না।

মেঘলা মনের নীল সাগরে উথাল পাতাল ঢেউ।

হৃদয় নীড়ে দিচ্ছে দোলা ভালোবাসে না কেও।

রাত তাকে ডাকে আমায় কাছে আসে না।

স্বপ্নের মাঝে খুঁজি তারে ধরা দেয় না।

Love Status in Bangla

যখন আমি তোমার সাথে থাকি 

তখন আমি অনেক বেশি আমার।

তোমাকে ভালোবাসা কখনোই 

বিকল্প ছিল না। 

এটি একটি প্রয়োজনীয়তা ছিল।

জীবনের প্রদীপকে ভালবাসার তেল দিয়ে জালিয়ে রাখো।

কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়।

কিন্তু ভালবাসার হৃদয়ে উদয় হয় আর মৃতুতেই অস্ত যায়

আজ বসন্তের ফুলের মাঝে খুঁজি তোমার ছায়া,

কোন বাঁধনে বাধলে তুমি এ কোন জাদু মায়া।

আজ তোমার পেইন নয়ন ভোরে রইবো শুধু আমি চেয়ে,

তুমি আমার প্রথম দেখা শেষ বিকেলের মেয়ে।

তুমি হয়তো আমার হাত কিছুক্ষণ 

ধরে রাখবে, কিন্তু তুমি আমার 

হৃদয় চিরকাল ধরে থাকবে।

Love Status in Bangla

ভালবাসা চিরদিন বেঁচে থাকে,

কখনও কবিতা হয়ে, কখনও গল্প হয়ে,

কখনও সৃতি হয়ে, আবার কার জীবনে সাথী হয়ে,

কখনও আবার কারও চোখের জল হয়ে!

চেয়ে দেখো চাঁদের দিকে, কত কষ্ট তার বুকে।

কখনো মেঘে ঢেকে যাই, কখনো আঁধারে হারায়।

তবু সবকিছু ভুলে হাসে,

কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে।

একজন প্রকৃত প্রেমিক

শত শত মেয়েকে ভালবাসে না,

বরং সে একটি মেয়েকেই

শত উপায়ে ভালোবেসে থাকে।

ভালোবাসা জিনিসটা কোনওদিন বেধে রাখতে নেই,

খোলা আকাশে ছেড়ে দিতে হয়,

যাতে সে অনেকটা পথ ধরে নিজেকে মেলে ধরতে পারে।

Love Status in Bangla

আমি তোমাকে ভালবাসি” 

এর অর্থ হল আমি তোমাকে ভালবাসব 

এবং খারাপ সময়েও তোমার 

পাশে দাঁড়াব।

Love Quotes in Bengali for Wife/Husband | Love Quotes in Bengali for Girlfriend

Love Quotes in Bengali for Wife/Husband:- বন্ধুরা, আপনিও যদি কাউকে ভালোবাসেন, তাহলে আপনি অবশ্যই Google-এ বাংলা প্রেমের উক্তি অনুসন্ধান করবেন। আপনার প্রেমিককে এই ধরণের লাভ স্ট্যাটাস পাঠানোর মাধ্যমে, ভালবাসা আরও বেড়ে যায়। তাই আপনিও বাংলা প্রেমের উক্তি ডাউনলোড করে আপনার সঙ্গীর কাছে পাঠাতে পারেন। ভালোবাসাকে সম্মান দিন, আপনার ভালোবাসা অবশ্যই সফল হবে। প্রেমে প্রেমিকা বা তার স্ত্রী/স্বামীকে কখনোই মিথ্যা বলা উচিত নয়। হ্যাঁ, আপনার সঙ্গী যদি একটু মন খারাপ করে থাকেন, তাহলে মেনে নিতে হবে। কারণ তার আপনার প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে যে, আপনি তার আনুগত্য করবেন, আপনার এই আস্থা কখনো ভাঙা উচিত নয়। আপনার সঙ্গীকে খুশি রাখাই প্রকৃত ভালোবাসা।

Love Quotes in Bengali for Wife/Husband
Love Quotes in Bengali for Wife/Husband

মন ছুটে যায় দূর অজানায় কোন ইচ্ছায়

কোথায় হারায় কিছু বুঝি না তবু হাসি

ভালোবাসি, থাকি আর না থাকি পাশাপাশি।

যখন আমি তোমার সাথে থাকি তখন 

আমি নিজেকে দেখতে পারি না। 

আমি শুধু তোমাকে দেখতে পাই।

ভালবাসা হলো নীল প্রজাপতী..

যদি শক্ত করে ধরো মরে যাবে।

যদি হালকা করে ধরো উড়ে যাবে..

আর যদি আদর করে ধরো.

তবে কাছে রবে।

যদি বলো আমার মনে পড়ে কতবার ?

আমি বলবো চোখের পাপড়ি নড়ে যতবার ।

যদি বলো আমায় ভালোবাসো কতো ?

আমি বলবো ওই আকাশে তাঁরা আছে যত ।

তুমি এমন কাউকে বিয়ে করো না 

যার সাথে তুমি থাকতে পারবে। 

আপনি তাকে বিয়ে করেন যাকে 

ছাড়া আপনি থাকতে পারবেন না।

Love Status in Bangla

কপালে আছিস কিনা জানি না,

কিন্তু হৃদয়ে ছিলি আছিস থাকবি!

এই পৃথিবীর বুকে যদি তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে,

প্লিজ সেদিন আমাকে একটু খবর দিও,

তোমাকে হাসি মুখে একটি নজর দেখে সারা জীবনের

জন্য তোমার চোখের আড়াল হয়ে যাবো, কথা দিলাম।

তুমি আমার দুঃস্বপ্নকে স্বপ্ন দিয়ে, 

আমার দুশ্চিন্তাকে সুখ দিয়ে এবং 

আমার ভয়কে ভালবাসা দিয়ে 

প্রতিস্থাপন করেছ।

Love Quotes in Bengali 

ভালোবাসা মানে আবেগের পাগলামি,

ভালোবাসা মানে কিছুটা দুস্টুমী

তুমি আমার দুঃখের ভেলায় সুখের পরশবুলি।

 তুমি আমার নিঝুম রাতের একাকিত্বের সাথী।

তুমি আমার জীবনের সকাল সুখের আশা।

তোমাকে নিয়েই আমার জীবনের পথ চলা।

আমি ঘুমাতে যাওয়ার আগে তুমিই 

আমার মনের শেষ চিন্তা এবং আমি 

যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি 

তখন প্রথম চিন্তা।

Love Status in Bangla

তাের ভােরের অপেক্ষায়,

আমার রাত কেটে যায়।

তোর অচেনা তাকানো,

আমার ঘুম কেড়ে নেয়

এলোমেলো হয় হোক না তবু আমার এই জীবন

তোমার ওই চোখের অশ্রূতে করেছি আমি আত্মসমর্পণ,

শুধু তুমি আমায় ভালোবাসো অল্প কিছুটাক্ষণ।

Love Quotes in Bengali for Whatsapp/Facebook

Love Quotes in Bengali for Facebook
Love Quotes in Bengali for Facebook

বয়স আপনাকে ভালবাসা থেকে রক্ষা 

করে না, তবে ভালবাসা কিছুটা হলেও 

আপনাকে বয়স থেকে রক্ষা করে।

ভালোবাসা পাওয়ার চাইতে,

ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন

তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন

চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা

তুমি আসলেই ডাউনলোড দিবো আনলিমিটেড ভালোবাসা.

Love Quotes in Bengali 

কাউকে গভীরভাবে ভালোবাসা 

আপনাকে শক্তি ও সাহস দেয়।

হয়ত পৃথিবীর কাছে

তুমি কিছুই না…

কিন্তু কারো কাছে

তুমিই তার পৃথিবী

এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন,

জানিনা যে এই জীবনে কে হবে আপন,

মনের মত চাই তারে চাই তার মন,

হবে কি তুমি আমার কাছের একজন।

Love Status in Bangla

পাখিরা বাসা বাধে লতা পাতা দিয়ে,

আর মানুষ বাধে ভালবাসা দিয়ে।

হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত, 

হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরে হাত। 

হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন,

 চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন।

তোমার চোখ বন্ধ করতো ,

কি অন্ধকার দেখে পাও? তোমাকে ছাড়া

এই রকম এ আমার জীবন। আই লাভ ইউ।

জীবন কারো জন্য

থেমে থাকে না,

কিন্তু মনটা মাঝে মাঝে

থেমে যায়,

প্রিয় মানুষটার জন্যে

তোমার কথা তোমার হাসি অনেক বেশি ভালোবাসি,

তোমার যাওয়া তোমার আসা মনে জাগে ভালোবাসা,

তুমি যদি থাকো পাশে মনে হয় যেন সব আছে,

তাই চাই তোমার ভালোবাসা একদিন না, দিনের পর দিন।

Love Status in Bangla

জীবন এক বিরক্তিকর অধ্যায়।

তবুও পরবর্তী পরিচ্ছেদে

তুমি আছ ভেবে পাতা উল্টাই।

মুক্ত করে দিলাম পাখি যেতে পারিস উড়ে, 

ভালোবাসি এই কথাটি বলবো না আর তোরে, 

সুখে যদি থাকিস তবে আসিস না আর ফিরে, 

না পাওয়ার সুখ খুঁজে নেবো কষ্টের ভিড়ে।

যতই দেখি ভালো লাগে, চোখ সরে না।

আমার থেকে দূরে গেলে মন মানে না।

এত ভালোবাসি তোমায়, তুমি বুঝ না।

Love Quotes in Bengali 

শুধু একটা প্রশ্নের উত্তর আমি এখনো খুঁজে পাইনি, 

তুই কি জন্য আমায় ছেড়ে চলে গেলি?? উত্তর দিবি কি

ভালোবাসা মানে,

রাস্তায় হাটতে হাটতে

তার কথা ভেবে নিজের

অজান্তেই হেসে ওঠা।

Love Status in Bangla

রাত যখন গভীর হয় ঘুমিয়ে পরে শহর 

শুধু জেগে থাকে একলা মন কারো অপেক্ষায় গুনে প্রহর।

তোমার এক চোখে রোদের আকাশ ,

অন্য চোখে ছায়া, তোমার জন্য বুকের ভিতর ঝরছে শুধু মায়া,

হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি,

আমার চেয়ে তোমায় আমি বেশি ভালোবাসি।

Contusion 

Friends, how did you like this Hindi Status post of ours, if you like it, then comment and share this post with your friends on social media Thank you.

Leave a Comment